ফের ২৫০ টি টিয়া পাখি উদ্ধার হল এক্সপ্রেস ট্রেন থেকে

20th August 2021 9:43 am মালদা
ফের ২৫০ টি টিয়া পাখি উদ্ধার হল এক্সপ্রেস ট্রেন থেকে


দেবাশীষ পাল ( মালদা ) : আবারো পাখি উদ্ধার। বৃহস্পতিবার রাতে ডাউন যোগবানি কলকাতা গামি এক্সপ্রেস ট্রেনের এস থ্রি কামরা থেকে টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন জিআরপি। পুলিশের আসার আগেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।। মালদা টাউন স্টেশন এর জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেস তল্লাশি চালানোর সময় এস ৩ কামরা বাথরুমের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে। প্রায় ২৫০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর আগেও জিআরপি পুলিশ যোগবানি ট্রেন থেকে১৭৫ টি পাখি উদ্ধার  করেছিল। আইসি ভাস্কর প্রধান জানান পাখিগুলি যোগবানি থেকে নিয়ে পাচারকারীরা কলকাতার বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ পাচারের আগেই টিয়া পাখি গুলিকে উদ্ধার করে ফেলে। উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি মালদা বনদপ্তর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।





Others News